রাজধানীর যেসব এলাকায় অবরোধ


Buriganga News প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৪, ৪:১২ অপরাহ্ন /
রাজধানীর যেসব এলাকায় অবরোধ

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। আজও সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে আন্দোলনকারীরা ছোট ছোট দলে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেন। এ সময় তাদেরকে নানারকম স্লোগান দিতে শোনা গেছে।

যেসব এলাকায় অবরোধ চলমান
রাজধানীর সাইন্সল্যাব মোড়, গাবতলী-মোহাম্মদপুর বেড়িবাঁধ, নতুন বাজার, মধ্যবাড্ডা থেকে শুরু করে নদ্দা/বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মহাখালী-বনানী সড়ক, উত্তরা, মিরপুর ১০ নম্বর, তাঁতীবাজার, বেইলিরোড ও বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় সাধারণ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আমাদের ফেসবুক পেইজ