সিরাজগঞ্জে যমুনার তীরে অষ্টমীর গঙ্গা স্নানে পুণ্যার্থীদের ঢল


Buriganga News প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন /
সিরাজগঞ্জে যমুনার তীরে অষ্টমীর গঙ্গা স্নানে পুণ্যার্থীদের ঢল

সুব্রত দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নান উপলক্ষে হাজারো পুণ্যার্থীর ঢল নেমেছে।

বুধবার সিরাজগঞ্জ পৌর মহাশ্মশান ঘাট(ঘুড়কা), গয়লা এলাকায় যমুনা নদীর তীরে ঐতিহ্যবাহী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়।

স্নান উপলক্ষে যমুনার তীরের সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি।
প্রায় ৪০০ বছর ধরে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান পালন করে আচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

সিরাজগঞ্জের যমুনা নদীর শ্মশান ঘাট এলাকাটি তাঁরা তীর্থস্থান হিসেবে বিবেচনা করে সেখানে পুণ্যস্নান সম্পন্ন করেন সনাতন
ধর্মাবলম্বীরা। হিন্দুধর্মমতে, এটি পুণ্য কর্ম এবং এই স্নানের মাধ্যমে তাঁদের পাপমোচন হয়।

প্রতিবছরের মতো চলতি বছর যমুনার তীরে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন।অষ্টমীর স্নান উপলক্ষে ঘাট এলাকায় দিনব্যাপী মেলার আয়োজন থাকবে।

এ ছাড়া ঘাট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

আমাদের ফেসবুক পেইজ