ঈদকে সামনে রেখে আবারো কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতশিল্প


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ১:১৭ অপরাহ্ন /
ঈদকে সামনে রেখে আবারো কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতশিল্প

সিরাজগঞ্জ  প্রতিনিধি : ঈদকে সামনে রেখে আবারো কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতকুঞ্জ। ভোর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত তাঁত বুননের খট খট শব্দে মুখোরিত এখন সিরাজগঞ্জের জেলার প্রতিটি তাঁত পল্লী।

জেলার সদর বেলকুচি ও শাহজাদপুর,উল্লাপাড়া সহ উপজেলার প্রতিটি তাঁত পল্লীতে তৈরি হচ্ছে বাহারি নাম আর নতুন নতুন ডিজাইনের আধুনিক মানের জামদানি,সুতি জামদানি, সুতি কাতান,বেনারসি ও বিভিন্ন ধরনের লুঙ্গি। এছাড়া আরো রয়েছে,বেনারসি, সিল্ক, রেশমি, কটন,জামদানি ও কাতান শাড়িতে নিপুণ হাতে আধুনিক ও শৈল্পিক কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা।

ঈদের মৌসুম আসলেই প্রতি বছর তাঁত পল্লীতে কাজের চাপ বেড়ে যায় দ্বিগুণ, রাত দিন দম ফেলার সময় থাকে না শ্রমিকদের। আর তাই ঈদকে সামনে রেখে ভোর থেকে শুরু করে মধ্যে রাত পর্যন্ত কাজ করে তাঁতিরা তাঁত পল্লী গুলো। আবারো কর্মমুখর হয়ে ওঠার খুশি তাঁত শ্রমিকরা।

তাঁত মালিকরা বলছে দুই বছর ধরে করোনার প্রভাব না থাকায় আবারো তাঁতের কাপড়ের চাহিদা বেড়েছে। তবে ক্রমাগত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়া রং ও সুতার বাজার নিয়ন্ত্রণ করা গেল আবারো ঘুরে দাড়াবে জেলার ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প।

আমাদের ফেসবুক পেইজ