বুড়িগঙ্গা নিজস্ব ডেস্ক : শেরপুরের নকলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ এর উপজেলা শাখা কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ মার্চ শুক্রবার উপজেলার নারায়ণ খোলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অসকস’র নকলা শাখার সভাপতি কর্পোরাল মোঃ আবু ইলিয়াস এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ বখতিয়ার রানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস শেরপুর জেলা শাখার সভাপতি মাও: মাজহারুল ইসলাম।
এসময় সংগঠনটির নকলা উপজেলার অবসরপ্রাপ্ত
সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন এবং অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :