হাজার হাজার টাকা আয় ‘কোমর দুলিয়ে’ আইপিএলে


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ১২:১৩ অপরাহ্ন /
হাজার হাজার টাকা আয় ‘কোমর দুলিয়ে’ আইপিএলে

স্পোর্টস ডেস্ক : মাঠে চলছে ব্যাট-বলের লড়াই। এই লইড়ের ঢেউ আছড়ে পড়ে গ্যালারিতে। আর সেই সঙ্গে দেখা যায় চিয়ারলিডাররা ‌‘কোমর দুলিয়ে’ আনন্দ দিতে। তবে তারা খেলার উত্তেজনায় নয় টাকার জন্য এমনি এমনি করে। এটা তাদের পেশা।

জানা যায়, চলতি আইপিএলে আবারও মাঠে ফিরেছে চিয়ারলিডাররা। প্রতিটি ম্যাচেই মাঠের ধারে দাঁড়িয়ে নিজেদের দলকে সমর্থন করতে দেখা যাচ্ছে তাদের। আইপিএলে চিয়ারলিডাররা ম্যাচ পিছু টাকা পেয়ে থাকেন। তাছাড়াও দল জিতলে আলাদা করে বোনাসও পান তারা।

একনজরে দেখে নেওয়া যাক, চিয়ারলিডারদের কোন দল কত টাকা দেয়।

আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি টাকা দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচের জন্য প্রায় ৩৩ হাজার টাকা করে পান তারা।

মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মাদের দলে চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য প্রায় ২৬ হাজার টাকা করে পান।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট কোহলিদের দলের চিয়ারলিডাররাও মুম্বাইয়ের মতো ম্যাচ পিছু প্রায় ২৬ হাজার টাকা করে পান।

রাজস্থান রয়্যালস দলের প্রতিটি ম্যাচের জন্য রাজস্থানের চিয়ারলিডাররা প্রায় ২০ হাজার টাকা করে পান।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এই দলের চিয়ারলিডাররাও ম্যাচ পিছু প্রায় ২০ হাজার টাকা করে পান।

পাঞ্জাব কিংস এই দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য প্রায় ১৬ হাজার টাকা করে পান।

চেন্নাই সুপার কিংস প্রতি ম্যাচের জন্য মহেন্দ্র সিং ধোনিদের দলের চিয়ারলিডারদের বেতন প্রায় ১৬ হাজার টাকা।

দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব, চেন্নাইয়ের মতো দিল্লিও তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু প্রায় ১৬ হাজার টাকা করে দেয়।

সানরাইজার্স হায়দ্রাবাদ দক্ষিণের এই দলের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচের জন্য প্রায় ১৬ হাজার টাকা করে পান।

গুজরাট টাইটান্স গত আসরের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার দলের চিয়ারলিডাররা প্রতি ম্যাচের জন্য প্রায় ১৬ হাজার টাকা করে পান।

আমাদের ফেসবুক পেইজ