অনলাইন ডেস্ক : বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান এই মুহূর্তে সুদূর জাপানে রয়েছেন। গত কয়েক দিন ধরেই জাপানের বিভিন্ন জায়গায় তোলা ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন অভিনেত্রী। কিন্তু তিনি কি জাপানে ঘুরতে গিয়েছেন, না কি কোনও ছবির শুটিংয়ে?
‘‘শুটিং নয়, ঘুরতেই এসেছি। পরিবারের সঙ্গে এসেছি। আগে কখনও জাপানে আসিনি। দীর্ঘ দিন ধরেই এ রকম একটা ভ্রমণের পরিকল্পনা ছিল। সকলে মিলে পুরো দেশটা ঘুরে দেখছি, খুব মজা করছি।’’জাপান থেকে এরকমই বিভিন্ন মুহূর্তের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন জয়া। ছবি: ইনস্টাগ্রাম।
এক দু’দিন নয়, প্রায় ২০ দিনের শিডিউল। ইতিমধ্যেই জাপানের একাধিক জায়গায় ঘুরে নিয়েছেন ‘বিসর্জন’ ছবির নায়িকা। বুধবার জয়া রয়েছেন হিরোশিমায়। সেখানকার বিখ্যাত হিরোশিমা পিস মিউজিয়ামের ছবিও তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
বললেন, ‘‘একদম টুরিস্টের মতো ঘুরে বেড়াচ্ছি। হোক্কাইডো, সাপোরো, টোকিও ঘুরে নিয়েছি। তার পর কিয়োটো এবং ওসাকা। নতুন দেশ, নতুন অভিজ্ঞতা। খুব ভাল লাগছে।’’
আপনার মতামত লিখুন :