বিনোদন ডেস্ক : আর মাত্র কয়েক সপ্তাহ পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সাত পাকে বাঁধা পড়ছেন তৃণমূল নেতার সঙ্গে। এ ঘোরে রাতে নাকি ঘুমাতে পারছেন না এ অভিনেত্রী। বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। এসব বিষয় নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী।
বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিয়ের বেনারসি আগেই কিনে ফেলেছি। এখন তত্ত্বের জিনিস কেনা চলছে। আমার নিজের জন্য এখনো অনেক কিছু কেনা বাকি। সোহাগ জলের জন্য দারুণ ব্যস্ত আমি। আশা করছি ২০-২১ এপ্রিলের পর ছুটি নেব।
তৃণমূল নেতা সৌম্য বক্সীকে বিয়ে করতে চলেছেন তিনি। বিয়ের দিন পরবেন লাল বেনারসি। সায়েন্স সিটির কাছের একটি গ্রাউন্ড বুক করা আছে বলে জানান তিনি।
অভিনেত্রীর কথা অনুযায়ী, একেবারে বাঙালি রীতিনীতি মেনে বিয়ে করব। আমাদের দুজনের বাড়ির সবাই উপস্থিত থাকবেন।
বিয়ে বা রিসেপশন নিয়ে কী প্ল্যান করেছেন তিনি? ডেস্টিনেশন ওয়েডিং না হোক রয়েল ওয়েডিং হচ্ছে কি? এই প্রশ্নে তিনি জানান, কিছুটা বলিউডি ধাঁচে বিয়ে করছি আমরা। বড় করে অনুষ্ঠান হবে। আমাদের বিয়েতে আত্মীয় থেকে নিকট বন্ধুবান্ধব সবাই উপস্থিত থাকবেন। রিসেপশনের প্ল্যানিং বড় করে করা হয়েছে। সেদিন আমি লেহেঙ্গা পরব। প্যাস্টেল রঙের লেহেঙ্গাটা। বাকিটা থাক পরের জন্য।
বিয়েতে কি মুখ্যমন্ত্রী আসবেন? উত্তরে তিনি বলেন, আমন্ত্রণ জানানো হবে, উনি আসবেন কিনা সেটা তো অনুষ্ঠানের দিন জানা যাবে।
প্রস্তুতি তো তুঙ্গে কিন্তু তার মনের মধ্যে কী চলছে? উত্তরে অভিনেত্রী বলেন, এখন উত্তেজনার বদলে খুব টেনশন হচ্ছে। কদিন আগে পর্যন্ত একটা উত্তেজনা ছিল, কিন্তু এখন ভয় করছে। এখনো অনেক কাজ বাকি। তত্ত্ব সাজানো, বাকি কেনাকাটা। একটা ট্রিটমেন্ট করব মুখে সেটিও বাকি। সব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে সমানে। ভয়ের চোটে মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :