শোবিজের নানা আয়োজন, ঈদ আনন্দ বাড়িয়ে দিতে


Buriganga News প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩, ১২:০১ অপরাহ্ন /
শোবিজের নানা আয়োজন, ঈদ আনন্দ বাড়িয়ে দিতে

বিনোদন ডেস্ক : ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দেয় শোবিজের নানা আয়োজন। বরাবরের মতো এবারের ঈদেও টিভি পর্দায় থাকছে নাটক-টেলিফিল্মসহ বিভিন্ন অনুষ্ঠান। আর এসবের কোনো কোনো আয়োজনে একেবারেই নতুনভাবে হাজির হচ্ছেন অভিনয়শিল্পীরা। এর আগে এভাবে কখনো দেখা মেলেনি তাদের। ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবারের ঈদে। সেই সঙ্গে রয়েছে তারকাদের আরও কিছু নতুন চমক।

প্রথমবার একসঙ্গে একই নাটকে অভিনয় করেছেন বাংলাদেশের কিংবদন্তি তিন অভিনেত্রী দিলারা জামান, ফেরদৌসী মজুমদার ও ডলি জহুর। বিভিন্ন নাটক-সিনেমায় পৃথকভাবে অভিনয় করলেও এবারই প্রথম একসঙ্গে ঈদের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তারা। তাদের সঙ্গে আরও আছেন অভিনেত্রী ও নাট্যনির্দেশক আফসানা মিমি, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এবং অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।

ফারিয়া হোসেনের রচনা ও আরিফ খানের পরিচালনায় আসন্ন ঈদে চ্যানেল নাইনে প্রচারের জন্য নির্মিত হয়েছে ‘চাঁদ হাসে আলো আসে’ নামের ধারাবাহিকটি। এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘদিন পর টিভি নাটকে দেখা মিলবে ফেরদৌসী মজুমদারের। এই অভিনেত্রী বলেন, ‘এখন অভিনয়ে সময় দিতে পারছেন না। তবে এই গল্প ভীষণ ভালো লেগেছে। তাই এতে অভিনয় করেছি।’ প্রায় দুই যুগ পর ঈদের নাটকে জুটি হয়ে আসছেন গুণী অভিনেতা আফজাল হোসেন ও অভিনেত্রী আফসানা মিমি। সর্বশেষ ২২ বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ভোকাট্টা’ নামে একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এরপর দীর্ঘসময় মিডিয়ায় কাজ করলেও একসঙ্গে আর দেখা যায়নি তাদের। এবার সেই খরা কাটছে।

ঈদের জন্য নির্মিত ‘মহাকালের ঠিক মধ্যিখানে’ টেলিফিল্মে ফের একসঙ্গে অভিনয় করেছেন এ দুই অভিনয়শিল্পী। এটি রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। আসছে ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে এটি। আফজাল হোসেন বলেন, ‘যতদূর মনে পড়ে আজ থেকে বাইশ বছরেরও বেশি সময় আগে মিমির সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর আবার অভিনয় করলাম ঈদের টেলিফিল্মে। এটি অন্যসব গল্পের মতো নয়। যে কারণে এতে অভিনয় করা।’

ঈদ উপলক্ষে নির্মিত একটি নাটকে হকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাফা কবিরকে। শহরের প্রধান সড়কের আশপাশে ও ফুটওভার ব্রিজে পত্রিকা বিক্রি করেন তিনি। এর আগে বাসের হেলপার চরিত্রে অভিনয় করলেও পত্রিকা বিক্রেতার চরিত্রে এই প্রথম। নাটকের নাম ‘খবরের ফেরিওয়ালা’। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাফার হকার রূপের ছবিটি। সাফা কবির বলেন, ‘এটা আমার অভিনয় জীবনের জন্য অন্যরকম অভিজ্ঞতা। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’ নাটক-সিনেমায় দেখা গেলেও বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’তে কখনো দেখা যায়নি সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদকে। এবার সেই অনুষ্ঠানে প্রথমবারের মতো হাজির হচ্ছেন এই অভিনেতা। ঈদের ‘আনন্দ মেলা’তে সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘বাবা বলে ছেলে নাম করবে’ গানটি নিয়ে নতুন রূপে হাজির হবেন সিয়াম। গানটির কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

সিয়াম বলেন, ‘এবারই প্রথম বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’য় অংশগ্রহণ। তাও আবার ভিন্ন স্টাইলে। ছোটবেলা থেকেই সালমান ভাইয়ার সিনেমা দেখে আসছি, তার স্টাইল দেখে আসছি। তার গানে পারফর্ম করার সুযোগ এসেছে তাতে ভীষণ ভালোলাগা নিয়েই অংশগ্রহণ করেছি।’ বিভিন্ন সিনেমার গান নিয়ে বিটিভি আয়োজিত ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ছায়াছন্দ’। অনুষ্ঠানটির প্রতি পর্ব উপস্থাপনা করেন চলচ্চিত্রের একজন নায়ক কিংবা নায়িকা। এবারের পর্ব উপস্থাপনায় রয়েছেন চলচ্চিত্রের নতুন নায়িকা প্রিয়মনি।

স্পর্শিয়া বলেন, নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারেই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।

জানা গেছে, ‘মায়ের বিয়ে’ নাটকটি আসছে ঈদুল ফিতরের ঈদের আয়োজনে প্রচার হবে। ঈদ উপলক্ষে রুবেল হাসান নির্মাণ করছেন নাটক ‘প্রিয় পরিবার’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। সেই নাটকে জুটি বেঁধেছেন অভিনেতা অপূর্ব ও তারিন। তাদের দেখা যাবে বৃদ্ধ বাবা-মায়ের চরিত্রে। তাদের সন্তানদের চরিত্রে দেখা যাবে কয়েকজন নতুন শিল্পীকে। এই প্রথমবার কোনো নাটকে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করলেন অপূর্ব-তারিন। এই নাটকের মাধ্যমে টানা ছয় বছর পর একসঙ্গে অভিনয় করলেন এই দুই তারকা। তারিন বলেন, ‘আমি ও অপূর্ব প্রথম কোনো নাটকে একসঙ্গে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি।’ অপূর্ব বলেন, ‘ছয় বছরের বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটি বেঁধে কাজ করছি।’

আমাদের ফেসবুক পেইজ