মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন, ঢোকা যাচ্ছে না ফেসবুকে


Buriganga News প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ৪:০২ অপরাহ্ন /
মোবাইল ইন্টারনেট সেবা বিঘ্ন, ঢোকা যাচ্ছে না ফেসবুকে

বুড়িগঙ্গা নিউজ ডেস্ক : দেশে বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না বলে জানিয়েছেন একাধিক ব্যবহারকারী। গত মঙ্গলবার (১৭ জুলাই) রাত ১০টা থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

বিভিন্ন টেস্টিং সাইট থেকে পরীক্ষা করে দেখা গেছে, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ডেটা ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না।১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যায়নি। পরদিন ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ ছিল।

এদিকে দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা পেয়েছে অপারেটরগুলো। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পেইজ